শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১
The Daily Post

খানসামায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

খানসামায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ 

দিনাজপুরের খানসামায় দাদার বিরুদ্ধে কিশোরী নাতনীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে, এ ব্যাপারে ভিকটিমের বাবা বাদী হয়ে খানসামায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর বুধবার উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কিশোরী মেয়ে (১৩) নিজ বাড়ির পূর্ব পাশে শুকনো কাপড় আনতে যায়।

এ সুযোগে পার্শবর্তী বাড়ির সম্পর্কিত দাদা মৃত. ওমর আলীর ছেলে মো. আশরাফ আলী (৬০) ২০ টাকার দুইটা নোট দেখিয়ে তার সঙ্গে যেতে বলে। মেয়েটি যেতে না চাইলে, তার হাত ধরে আবু তালেবের নির্মাণাধীন ফাঁকা বাড়ির টয়লেটের ভিতরে নিয়ে যায়। 

একপর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণচেষ্টা করে, এ সময় মেয়েটি চিৎকার করলে, আশেপাশে থাকা লোকজন দৌড়ে এসে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পায়। অভিযুক্ত আশরাফ আলী মেয়েটিকে ছেড়ে দিয়ে সুকৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

এ ঘটনায় পরের দিন মেয়েটির বাবা ফরহাদ আলী বাদী হয়ে খানসামা থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

খানসামা থানার ওসি চিত্ত রঞ্জন রায় জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আসামি পলাতক রয়েছেন। তাকে আটক করার চেষ্টা চলছে।

টিএইচ